ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান জেলা প্রতিনিধি কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্রসহ মো. হারুন নামে ৩৯ বছর বয়সী এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে এপিবিএন।
শনিবার ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার ফজল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।
১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি এলজি ও তিন ফুট ১০ ইঞ্চি লম্বার একটি তলোয়ারসহ হারুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy