প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২১, ৩:৩২ পি.এম
অস্ত্র ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে র্যাব
অস্ত্র ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম সোহেলঃ
Facebook Twitter share
টাঙ্গাইলে দুটি দেশীয় অস্ত্র ও ৮৭ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৯ মে) সকালে মধুপুর ও মির্জাপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য আট লাখ সত্তর হাজার টাকা বলেও জানিয়েছেন র্যাব।
Surjodoy.com
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) সকালে মধুপুর উপজেলার পন্ডুরা শেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত.নাজিম উদ্দিনের ছেলে
The Daily surjodoy
ও মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র, আট লাখ টাকা মূল্যমানের ৮০ গ্রাম হেরোইন ও ৪টি বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
The Daily surjodoy
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,উপজেলার নগর ছাওয়ালী গ্রামের গেদু মিয়ার ছেলে রজ্জব মিয়া (৩৫) ও মৃত. নূর উদ্দিনের ছেলে শাহবুদ্দিন (৪০)।
The Daily surjodoy
এ সময় তাদের কাছ থেকে সত্তর হাজার টাকা মূল্যমানের ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধুপুর ও মির্জাপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy