1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
অস্বাভাবিক মেঘনার জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের ৪০টি গ্রাম প্লাবিত
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

অস্বাভাবিক মেঘনার জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের ৪০টি গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৩.৫৫ পিএম
  • ২৬২ বার পঠিত

মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
১৫দিনের ব্যবধানে বন্যা ও অস্বাভাবিক মেঘনার জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলাসহ ৪টি উপজেলার ৪০টি গ্রাম। পানিতে তলিয়ে রয়েছে মানুষের ঘর-বাড়ী। গত ৪ দিনের টানা বৃষ্টির কারনে দূর্ভোগ আরো বাড়ছে কয়েকগুন। আর প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। অন্যদিকে মেঘনার ভয়াবহ ভাঙ্গন আরো প্রকট আকার ধারন করছে। হুমকির মুখে রয়েছে ১০ কিলোমিটার এলাকার কয়েকটি গ্রাম।

কমলনগর উপজেলার চরমার্টিনের নাছিরগঞ্জ সড়কের ওপর দিয়ে হুহু করে মেঘনার জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেকেই আশ্রয় নিয়েছে ঘরের খাট কিংবা চৌকিতে। পানিতে নষ্ট হয়ে গেছে রান্না ঘরের চুলাও। রামগতি উপজেলার চরগাজী, বড়খেরী, বিবিরহাট, চরগোসাই, চরআলগী, চরমেহার আলেকজান্ডার, বালুরচর, মুন্সিরহাট, চর আবদুল্যাহ ও কমলনগরের লুধুয়া, সাহেবেরহাট, পাটারীরহাট, ফলকন, মতিরহাট,সদরে চররমনী মোহন ও রায়পুরে দক্ষিন চরবংশীর কয়েকটিগ্রাম সহ ৪০টি এলাকার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে ভাসছে। রাস্তাঘাট ঠুবে লোকালয়ে প্রবেশ করছে পানি।জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, বন্যা মোকাবেলায় নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা,চাল ৩৫০ টন ও শুকনো খাবার ২ হাজার প্যাকেট এবং গোখাদ্য ও শিশু খাদ্য পর্যাপ্ত পরিমান মজুদ রাখা হয়েছে। এছাড়া ও কবলিত এলাকর মানুষের আশ্রয়ের জন্য জেলার মোট ৫ উপজেলায় ১০১টি আশ্রয়ণ কেন্দ্র খোলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews