প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ৪:৪৬ পি.এম
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী,প্রশাসনের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ-
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, অনুমোদনহীন ও নিম্নমানের লাচ্ছা সেমাই কারখানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। বুধবার পৌর শহরের ঝোঁপগাড়ী ও বগুড়া সদর উপজেলার যশোপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও লাচ্ছা সেমাইসহ নকল লেবেল জব্দ করেছে আদালত।
বুধবার(২৮ এপ্রিল) দুপরে পৌর শহরের ঝোঁপগাড়ীতে অনুমোদনহীন আজমেরী সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩’শ কেজি নিম্নমানের সেমাই জব্দ ও বনফুল, রোমানিয়া ও কুটুমবাড়ীর ৩ বস্তা নকল লেবেল উদ্ধার হয়েছে।
এ ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শাহাদত হুসেইনের নেতৃত্বে জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে এনডিসি জিএম রাশেদুল ইসলাম, বিএসটিআই বগুড়ার পরিদর্শন কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রয়-বিতরণ ও ‘রোমানিয়া, বনফুল, রিজিক ও কুটুমবাড়ী’র মোড়ক নকল করে ‘লাচ্ছা সেমাই’ বাজারজাত করায় ধরমপুর এলাকার মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় ৩ বস্তা নকল লাচ্ছা সেমাই এর প্যাকেট এবং ৩০০ কেজি অবৈধ লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
অপরদিকে বগুড়া সদর উপজেলার যশোপাড়ায় পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট, সেমাই তৈরিসহ অগ্রিম উৎপাদনের তারিখ লাগিয়ে পণ্যের গায়ে লেভেল দিয়ে প্রতারণার অপরাধে বগুড়ায় দুই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার এবং রাহী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও সেমাই কারখানাাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy