আইজিপির পাঁচটি নির্দেশনার অন্যতম হলো বিট পুলিশিং- পুলিশ সুুপার মাছুম আহাম্মদ
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
পুলিশই জনতা”জনতায় পুলিশ,বাংলাদেশ পুলিশের এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলশেড-এ জেলার সকল বিট ইনচার্জদের সঙ্গে জয়পুরহাট পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার লক্ষ্যে বিট পুলিশিং সেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর জয়পুরহাট জেলা পুলিশ তা বাস্তবায়নে অনুষ্ঠিত বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম।
Surjodoy.com
এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ তার বক্তব্যে বলেন, আইজিপির পাঁচটি নির্দেশনার অন্যতম হলো বিট পুলিশিং। এ পুলিশং সেবাকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে জয়পুরহাট জেলার ৪৭ টি বিট পুলিশং এলাকার প্রতিটি বিটে গণ্যমান্য ব্যক্তিদের
“The Daily surjodoy
যেমন- শিক্ষক, মসজিদের ইমাম, চিকিৎসক, পুরোহিত, যাজক, রাজনীতিবিদ, এনজিও কর্মি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সামরিক চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী প্রভৃতি”
The Daily surjodoy
বিট ভিত্তিক নামের তালিকা প্রস্তুতপূর্বক প্রতিদিন দুইজন ব্যক্তির নিকট দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোবাইল ফোনে কথা বলে এলাকায় মাদক,ইভটিজিং, চুরি, ডাকাতি, জঙ্গীবাদ, বিভিন্ন সামাজিক সমস্যাসহ যেকোন ধরনের অপরাধমূলক বিষয় সম্পর্কে জানবেন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহনের উপস্থিত সকল বিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করে।
The Daily surjodoy
অনুষ্ঠিত সভায় পুলিশ সুুপার বিট পুলিশিং কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরে রুপ দিতে নির্দেশনা প্রদান করেন। এবং প্রতিটি বিট ইনচার্জকে একজন সামাজিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে বলেন তিনি।