ইমাম হোসেন জীবন | শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আরো একবার কলকাতা নাইট রাইডার্সের স্বপ্নভঙ্গ হয়েছে। এবারের আসরে দলটির অধিনায়ক ইয়ন মরগানের ব্যাটিং বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। বাজে ব্যাটিংয়ে লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
আইপিএলের এক আসরে কমপক্ষে ১০ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে এখন মরগানের ব্যাটিং গড় সবচেয়ে কম।
সদ্য সমাপ্ত আইপিএলের সম্পূর্ণ আসর জুড়েই অনুজ্জ্বল ছিল মরগানের ব্যাট। ১৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৭ রান। নেই কোনো অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৭ রান। স্ট্রাইকরেট শতকের নিচে। অপরাজিত ছিলেন চার ইনিংসে, তবুও ব্যাটিং গড় খুব দৃষ্টিকটু। মাত্র ১০.৫৩।
মরগানের ১০.৫৩ ব্যাটিং গড় আইপিএল ইতিহাসে কোনো অধিনায়কের সবচেয়ে কম ব্যাটিং গড়। এই লজ্জার রেকর্ড গড়ার পথে ২০১২ সালে হরভজন সিংয়ের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। হরভজন ভেঙেছিলেন ২০০৯ সালে গড়া শেন ওয়ার্নের রেকর্ড।
২০০৯ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেই আসরে এই অজি লেগ স্পিনারের ব্যাটিং গড় ছিল ১৩.৫০। ২০১২ সাল পর্যন্ত স্থায়ী ছিল ওয়ার্নের এই লজ্জার রেকর্ড।
২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন শচীন টেন্ডুলকার। তখন অধিনায়কের দায়িত্ব পড়েছিল হরভজনের কাঁধে। সেই আসরে হরভজনও খেলেছিলেন ১৭টি ম্যাচ। দুই ইনিংসে অপরাজিত থাকা হরভজন করেছিলেন মোট ১০৮ রান। তার স্ট্রাইকরেট ছিল ১২.০০। ২০২১ আসরের আগে এটিই ছিল কোনো অধিনায়কের সর্বনিম্ন ব্যাটিং গড়ের রেকর্ড।
হরভজন ও ওয়ার্ন মূলত বোলার। তাই তাদের ক্ষেত্রে রান খুব একটা ব্যাপার ছিল না। কিন্তু পুরোদস্তুর ব্যাটসম্যান হয়েও মরগানের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে লজ্জার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy