আমির হোসেন প্রতিনিধি বাউফল :
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ আহত ও ১ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়েছে এবং গুলিবিদ্ধ মো: সজীব (১৯) কে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সজিব ওই ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির প্যাদার ছেলে। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো: শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎস্যক মো: তাসিফুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কি? তবে তাঁর ঘাঁড়ের বাঁ দিক দিয়ে ফরেন জাতীয় কিছু একটা ঢুকেছে সেটা নিশ্চিত। আহত সজিব বলেন, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের উপস্থিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন(৪৬) গুলি ছোড়েন। এতে তিনি(সজিব) গুলিবিদ্ধ হন শাহাবুদ্দিন আকন অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি আমার বাসায় অবস্থান করেছিলাম।’স্থানীয়রা জানান, নওমালা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে ঘোড়া প্রতীকের সমর্থকদের আধিপত্য বেশি। শনিবার রাতে ওই নৌকার সমর্থকেরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন। রাত সাড়ে ১০টার সাহা গাজীর বাড়ির সামনে পৌঁছালে ঘোড়া ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘গুলি ছোড়ার বিষয়টি সত্য না। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। যা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy