শলিদুল ইসলাম সোহেলঃ
Facebook Twitter Instagram share
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। স্থায়ীভাবে প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।
Surjodoy.com
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদেরের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানা যায়।
The Daily surjodoy
নোটিসে বলা হয়েছে,টাঙ্গাইল জেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে দুলাল চকদারের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে,যার অনেক কিছুই সত্য বলে প্রামাণিত হয়েছে।
The Daily surjodoy
বহিষ্কারের নোটিসে আরো বলা হয়েছে,সংগঠনবিরোধী উল্লিখিত কারণ ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগসহ বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের সদস্যপদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। নোটিসটির টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
The Daily surjodoy
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা আরো বলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক দুলাল হোসেন চকদারকে বহিষ্কারের অনুলিপি আজ (বুধবার) হাতে পেয়েছি। তার কাছে চিঠি পৌঁছে দেয়া হবে।
The Daily surjodoy
বর্তমানে আওয়ামী লীগে করে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা ধরনের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধাসহ অনেকেই তার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিতে বহিষ্কারের আবেদন করেন।
The Daily surjodoy
এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারকে বহিষ্কারের অনুলিপি হাতে পেয়েছি। স্থায়ীভাবে তার সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছে ওই নোটিসে।
The Daily surjodoy
এবিষয়ে আপিল করার সুযোগ রয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন,দুলাল হোসেন চকদারের আপিল করার আর কোনো সুযোগ নেই। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy