প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ৯:৪৬ পি.এম
আক্কেলপুরে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার

মীর আতিক(আক্কেলপুর)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কলপুর উপজেলার জামালগঞ্জ ঠাটারিপাড়া এলাকায় ওকটি বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় কৃষকরা একটি বাগানের প্রায় পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠান।
এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, প্রাথমিক ধারণা হচ্ছে মৃত পুরুষ ব্যক্তটি হিন্দু সম্প্রদায়ের লোক হতে পারে। তাকে কে বা কারা কোথাও হত্যার পর এই বাগানে ফেলে গেছে। তা ময়না তদন্ত শেষে জানা যাবে এ মৃত্যুর রহস্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy