প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২১, ১:২২ এ.এম
আক্কেলপুরে অনলাইন ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ-২১ অনুষ্ঠিত
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ছয় দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইন সফটওয়ারে ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ আগস্ট) সকালে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের এসএম হাবিবুল হাসানের সভাপতিত্ব, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন আইইআইএমএস প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ শ্রেণীর ১২ শত শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে অনলাইন সফটওয়ারে ডাটা এন্ট্রি ও তথ্য আপলোড করণ বিষয়ক শিক্ষকগণের প্রশিক্ষণ-২১ইং কর্মশালা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে তিনটি ব্যাচে উপজেলার মোট ৩৯ টি বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষক অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন,একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ আরও অনেকেই।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান তার বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষাব্যস্থার পাশাপাশি প্রযুক্তিগত এবং নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এরকম প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’এতে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন সফটওয়ারে ডাটা এন্ট্রি ও তথ্য আপলোড বিষয়টি দোরগোড়ায় পৌঁছে যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy