প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ৫:৩৩ পি.এম
আক্কেলপুরে আমি ছিলাম”আমি থাকবো-মেয়র অবসর চৌধুরী
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর তার বিদায় কালে বলেছেন আমি বিগত দিনে আক্কেলপুরের আওয়ামীলীগের নেতাকর্মী সহ আপামরসাধারণের পাশে যেমন ছিলাম"আছি ঠিক তেমনি সারাজীবন সকলের সাথেই থাকবো এবং আপনাদের বিপদ আপদ সুখেদুঃখে সর্বক্ষেত্রে আগামীর মতোই আপনারা আমাকে পাশে পাবেন এতে হতাশ হওয়ার কিছুই নেই,আপনাদের ছেড়ে আমি কোথাও যাবনা আমি আক্কেলপুরের সন্তান আক্কেলপুরই থাকবো আগামীতে বড় কিছু নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হবো বলে সবাইকে আগের মতোই মাঠে থেকে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের ভাই আওয়ামী কর্মী ইউনুছ আলীর জানাজা নামাযে অংশগ্রহণ করে দুপুরে পৌর সদরের ৩ নং ওয়ার্ডের হাজিপাড়ায় দারুল কোরআন মাদ্রাসায় মিলাদ মাহফিলে গিয়ে ওই ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাত করে বিকেলে ৪ টায় আক্কেলপুর পৌর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ কালে সকলকে শান্তনা দিয়ে এসব কথা বলেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোকসেদ আলী মাস্টার,নব-নির্বাচিত মেয়র শহীদুল আলম চৌধুরী,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি"র ব্যক্তিগত সহকারী (পিএস) ইমরুল হাসান সৈকত,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম চাঁদ মাস্টার, পৌর আওয়ামীলীগের,আহ্বায়ক এনামুল হক,যুগ্ম- আহ্বায়ক হাসনাতুর জামান শাহীন সহ উপজেলা পৌর ও ইউপি আওয়ামীলীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নব-নির্বাচিত কাউন্সিলরা। পরে পৌর কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে সাধারন জনগণের সাথে সৌজন্য সাক্ষাত করে দোয়া চেয়ে বিদায় নেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর তার বিদায় কালে কান্নায় ভেঙে পরে শতশত নেতাকর্মীরা।
তার এমন জনপ্রিয়তার বিষয়টি জাতীয় দৈনিক সূর্যোদয় এর অদৃষ্টিগোচর হলে অনুসন্ধান চালিয়ে জানতে পারে,তিনি ২০১১ সালে রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যানে দায়িত্ব থেকে বিএনপি জামাত কবলিত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ২০১৩ সালে ১৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে এ উপজেলায় বিএনপি জামাতের রাজনীতিকে উচ্ছেদ করে ভেঙে পড়া আওয়ামীলীগের রাজনীতিকে সর্বোচ্চ স্থানে দাড় করানোর পাশাপাশি সাধারন জনগণের ব্যাপক সমর্থন অর্জন করে পরিশ্রমী নেতা হিসেবে রাজশাহী বিভাগে ব্যাপক পরিচিত লাভ করেন। এবং তিনি দলের সাধারন সম্পাদকের দায়িত্বে থেকে ২০১৪ সালে উপজেলা পরিষদের নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হলেও ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নৌকা নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে এ পৌরসভায় সর্বপ্রথম আওয়ামীলীগের মেয়র হিসেবে চেয়ারে বসে এখনো দায়িত্ব পালন করছেন যা দুচারে নব-নির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝে দিবেন।এ উপজেলায় দীর্ঘ ৮ বছর হার ভাঙা কঠোর পরিশ্রম করে আওয়ামীলীগের রাজনীতিকে সক্রিয় করার পাশাপাশি ৫ বছর মেয়রের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় সবকিছু ছেড়ে দিয়ে বিদায় নেয়ার জন্য চরম হতাশ হয়ে পড়েছে দলীয় নেতাকর্মীরা এমনকি তাকে নিয়ে ব্যাপক আলোচনার ঝড় বইছে পুড়ো উপজেলা জুড়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy