মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইনসহ মিঠু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত হলেন,জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির মিরাজুল ইসলামের ছেলে মিঠু৷
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ-ভূঞা-পিপিএম-সেবার নির্দেশ ও জেলা জুড়ে মাদক মুক্ত জেলা গড়ার প্রত্যয় বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজার এলাকা হতে ১ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিঠুকে হাতেনাতে আটক করে ডিবিপুলিশ।
এলাকায় গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা সময় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজার এলাকা হতে একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট এবং(চল্লিশ) গ্রাম হেরোইন উদ্ধারসহ মিঠুকে গ্রেফতার করে৷
আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন জানান,পুলিশ সুপারের নির্দেশে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকায় বিশেষ এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবিপুলিশের সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিঠু কে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..