প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ১১:১১ পি.এম
আক্কেলপুরে কৃষি প্রণোদনা’নগদ অর্থ ও চেক বিতরণ

মীর আতিক(আক্কেলপুর)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসননের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নগদ অর্থ ও চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে খরিপ=১/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৫০ জন উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রণোদনার আওতায় প্রতিটি কৃষক ৫ কেজি আউশ ধানবীজ, ডিএপি সার ২০ কেজি ও ১০ কেজি পটাশ সার পাবেন।
পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি'র অনুকূলে ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরি গতবছর
করোনাকালীন সম্মুখ যোদ্ধার মধ্যে দুই জনকে ২৫ হাজার এবং ৮ জনকে ১০ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৭ জন রোগীর মাঝে ৫০ হাজার করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে।
পৃথক দুটি অনুষ্ঠানেই আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব,কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুহেল রানা প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy