প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ১০:২৪ পি.এম
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপিত হতে যাচ্ছে।
২৮ শে আগস্ট থেকে শুরু করে সপ্তাহব্যাপী এ উপলক্ষ্যে সাংবাদিকবৃন্দের মাধ্যমে উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত
সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুহিদুল ইসলাম।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুই বছর পরে কুমিল্লায় এক জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান"মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” এ মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্লের পরই মৎস্য ও মৎস্যজাত দব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০১৮-১৯
অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৩.৪১ লক্ষ মেট্রিক টন। আর মাছ উৎপাদন হয়েছে ৪৩.৮৪ লক্ষ মেট্রিক টন।১৯৮৩-৮৪ অর্থবছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেস্রিক টন। ৩৫ বছরের ব্যবধানে ২০১৮-১৯ অর্থবছরে এই
উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩ দশমিক ৮৪ লাখ মেন্রিক টন। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে পীচ গুণ। সরকারের বাস্তবমুখী কার্ধক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের অধিক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করছে।
মৎসজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে। মৎস খাতের এ অনন্য সফলতা ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
এগুলো হলো জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধৰ চিংড়ি চাষ সম্প্রসারণ, সাসুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎসজাত পণ্য রপ্তানি।
মতবিনিময় সভায় আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুহিদুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারী জনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে
দ্বিতীয়। দেশের সাফল্য বিশ্ব পরিমন্ডলেও স্বীকৃত। ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ এবং বন্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকৃলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে ৮ ম ও ১২ তম স্থান অধিকার করেছে।
গত বছরেও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার The State Of World Fisheries And Aquacultures 2020' এর প্রতিবেদন অনুযাধী বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয় স্থান অর্জন করেছে।
গত অর্থবছরে দেশে উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশই ছিল ইলিশের উৎপাদন বাড়ার প্রধান কারণ, কয়েক বছর ধরে ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী সমন্নিতভাবে কাজ করছে। সবার সহায়তায় বিশেষ অভিযানও পরিচালনা কর৷ হয়। এ কারণেই ইলিশের উৎপাদন বাড়ছে।
বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষের জীবিকা সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল। বাংলাদেশের মৎস্য উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে সমুদ্র থেকে। বিশ্বের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১৬ শতাংশ অবদান খোদ বঙ্গপোসাগরের। সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এ উৎপাদন আরো বহুগুণে বৃদ্ধি করা সম্ভব৷ কেবল সমুদ্র অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে পরিবেশের ভারসাম্য বজায় রেখেই যথেষ্ট আর্থসামাজিক উন্নয়ন সাধন করা যেতে পারে।
২০২২ সাল নাগাদ বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে সাফল্য অর্জন করবে, তার মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ। এরপর থাইল্যান্ড, ভারত ও
চিন।
গত কয়েক দশকে দেশে চাষ করা মাছে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। শিং, মাগুর, পাবদার মতো আরও বিভিন্টপ্রজাতির দেশি মাছ হারিয়ে যেতে বসেছিল। গবেষণার মাধ্যমে এই জাতের মাছ এখন চাষ হচ্ছে।
দেশে বিপুল পরিমাণ পাঙ্গাশ, তেলাপিয়া ও রুই জাতীয় মাছের উৎপাদন বেড়েছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীনের'উদ্তাবিত মাছের জাত এখন বাংলাদেশের মৎস্য উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এখন শিক্ষিত তরুণেরা চাকরির দিকে না ঝুঁকে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। এ ছাড়া ব্যাংকগুলো মাছ ও কৃষিকাজে সহজ শর্তে খণ দিয়েছে। এতে মাছের দিকে মানুষ ঝুঁকেছে।
মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। ২০১৮-১৯ অর্থবছরে ৭৩,১৭১ মেট্রিক টন, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪ হাজার ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। দেশের মোট কৃষি আয়ের ২৫.৭২ শতাংশ আসে মৎস্য থেকে। অভয়াশ্রম ব্যবস্থাপনা ও ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের ফলে ২০১৮-১৯ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৭৯৫ মে.টন। যা ২০০৮-২০০৯ অর্থ বছরে ছিল ২ লাখ ৯৯ হাজার মে.টন। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মৎস্যখাত ব্যাপক সফলতা অর্জন করেছে। বাংলাদেশ থেকে গুনগত মানসম্পন্ন হিমায়িত চিংড়ি ও মৎস্যজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানী করা হচ্ছে৷
আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মুহিদুল ইসলাম আরও জানান, আগামী ২৯ আগন্ট ২০২১ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় মৎস্য সপ্তা-২০২১ উপলক্ষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অববুক্ত করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব রায়হান, আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর আতিকুজ্জামান, সাধারন সম্পাদক ও
জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি নিরেন দাস, যুগ্ম সম্পাদক ও এক্সপ্রেস নিউজের বাংলাদেশ প্রতিনিধি আবু রায়হান,দৈনিক দিগন্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জি, আক্কেলপুর উপজেলা মৎস্য অফিস সহকারী মাহমুদুল হাসান প্রমুখ।