প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ২:২৬ এ.এম
আক্কেলপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ
আক্কেলপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ
মীর আতিক,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
"বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণীর আগে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সরাসরি বক্তব্যটি ভিডিও প্রোজেক্টরে মাধ্যমে দেখানো হয়।
প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিভিন্ন দিক তুলেধরে উপস্থিত বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,রাজনৈতিক,ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার সপরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অসচ্ছল ৭ জন নারীদের সাবলম্বী করার লক্ষে তাদের হাতে ৭ টি সেলাই মেশিন বিতরণ ও ৬ জন নারীকে মোট ১২ হাজার টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy