প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২১, ৭:০৩ পি.এম
আক্কেলপুরে বাল্য বিয়ে করতে এসে নব-বর শ্রীঘরে
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে বাল্য বিয়ের অপরাধে কনের বাড়ি থেকে নব
বরকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার (০৭ এপ্রিল) রাতে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট এসএম হাবিবুর হাসান অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত নব-বর এরশাদ আলী মন্ডল (২১) জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গর্ন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,গত কাল বুধবার সন্ধ্যার পরে আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে আকাওয়াত হোসেনের নাবালিকা মেয়ে তাঞ্জিলা আক্তারের (১৪) সাথে নওগাঁর বদলগাছী গর্ন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে এরশাদের বিয়ে হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কেশবপুর গ্রামের নাবালিকা কনের বাড়ি থেকে নব-বর এরশাদকে আটক করলেও ঘটনার সাথে সম্পৃক্ত বর ও কনের পক্ষের অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, কেশবপুর গ্রামে বাল্য বিবাহ হচ্ছে গতরাতে এমন খবর এলে আমি ঘটনাস্থলে পৌঁছে বর এরশাদকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ্বন্ড দেয়া হয়। কারাদণ্ড প্রাপ্ত বরকে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy