প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ১১:১৮ পি.এম
আক্কেলপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নিরেন দাস (জয়পুরহাট জেলা)প্রতিনিধিঃ-
মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২১ পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে,আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,নব-নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব আহসান কবির এপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস,সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপির চেয়ারম্যানবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য দেশে প্রচলিত আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ এখনো সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না। এর ফলে ভোক্তারা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন।তাই নিজেদের অধিকারের জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আইন বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে প্রচার প্রচারণা বাড়িয়ে ভোক্তাদেরকে প্রতারণার হাত থেকে প্রতারণা হতে বাঁচাতে সরকারকে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইন প্রসঙ্গে জানা যায়, বাংলাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। এ আইন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আইন প্রতিষ্ঠার পর থেকে ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে যথাযথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ অধিদপ্তরের আইন প্রয়োগকারী সংস্থারা।
পরে দিবসটি উপলক্ষে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্যচিত্র প্রদর্শনী,আলোচনা সভা সহ আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy