ইউসুফ আলী (আক্কেলপুরে) জয়পুরহাটঃ
আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়ন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর ।
১৯ জুলাই,রবিবার রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন ।মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি
সোমবার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। বলে বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল লতিফ। পারিবারিক সূত্রে যানা যায় দুপুরে তাকে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।