নিরেন দাস,জয়পুরহাটঃ-
বৈশিক মহামারী করোনাভাইরাস- কোভিট-১৯ আবারো বেড়ে যাওয়াই করোনা সংক্রমণ প্রতিরোধে জয়পুরহাটের আক্কেলপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ ৩ জনকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ ১ শত পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলার পৌর শহরের কলেজ বাজার হাসপাতাল চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান তাদের এই জরিমানা করেন।
এসময়ে আক্কেলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান দৈনিক সূর্যোদয় কে জানান, বর্তমানে আবারো করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়াই।
করোনা মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীসহ মোট ৩ জনকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে এবং আক্কেলপুর
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ শত জনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তিনি আরও বলেন সরকারের দেয়া নির্দেশে জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..