প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৮:০৩ পি.এম
আক্কেলপুরে মাস্ক ব্যবহার না করাই ৯ জনকে জরিমানা
নিরেন দাস,জয়পুরহাটঃ-
বৈশিক করোনাভাইরাস কোভিট-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়াই সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করাই ৯ জনকে পৃথক ভাবে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রশাসনের চলমান অভিযানে করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করাই মোট ৯ জন পথচারীকে পৃথকভাবে ২ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান।
এসময়ে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও আক্কেলপুর থানা পুলিশের পক্ষ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এবিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান জাতীয় দৈনিক সূর্যোদয় কে জানান, বৈশিক মহামারী করোনাভাইরাস কোভিট-১৯ আবারো বেড়ে যাওয়াই চলমান মহামারী ঠেকাতে বাধ্যতামূলক ভাবে জনসাধারণকে মাস্ক ব্যবহারের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy