"এসো, সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের সাথে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ফাউন্ডেশনের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি সাদমান হাফিজ শুভ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy