
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের আওতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, করোনা টিকা গ্রহণ, জীবন তথ্য ও KHHP, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, শিশুকে মাতৃদুগ্ধ দান, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয়ে দিনব্যাপী জয়পুরহাটের আক্কেলপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার রূপক কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা মলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মন্টু, পৌর প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, আক্কেলপুর থানার কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি, এনজিও ও শিক্ষক সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ শরীফুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে শিশু ও নারীর ওরিয়েন্টেশন করতে হবে। মা সমাবেশ করে নারীর সচেতনতা বাড়াতে হবে না বাড়ালে ঐ ওরিয়েন্টেশনের কোন সফলতা আমরা পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করোনা মোকাবেলা করছেন, তিনি নারী ও শিশু উন্নয়নে দেশকে এক ধাপ এগিয়ে নিয়েছেন আরো এগিয়ে নিবেন।
তিনি আরো শিক্ষক সমাজকে ছাত্র-ছাত্রীদের স্কুল মুখী করার জন্য বিভিন্ন উপদেশ মূলক কথা তুলে ধরেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply