
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর নির্যাতনে জান্নাতুন ফেরদৌসী শিখা (২১) নামের এক গৃহবধূ স্ত্রীর মৃত্যুর অভিযোগে স্বামী রিপন হোসেনকে (২৮) আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গণিপুর গ্রামে এঘটনাটি ঘটলে পুলিশ খবর পেয়ে দুপুরে ওই গ্রামে পৌঁছে জান্নাতুন ফেরদৌসী শিখার মরদেহ উদ্ধারসহ নির্যাতনের অভিযুক্ত স্বামী রিপন হোসেনকে আটক করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত প্রায় দুই বছর আগে উপজেলার কোলা গণিপুর গ্রামের হাবিব হোসেনের ছেলে রিপনের সাথে হলহলিয়া গ্রামের লিটন রাজার মেয়ে জান্নাতুন ফেরদৌসী শিখা’র বিয়ে হয়। তাদের সংসারে ৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে তাদের পারিবারিক দাম্পত্য জীবনে প্রতিনিয়তই ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের গত ১৯ সেপ্টেম্বর স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে জান্নাতুন ফেরদৌসী শিখা আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেন। পরে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ২১ সেপ্টেম্বর বাড়িতে ফিরে যান। বৃহস্পতিবার সকালে তার স্বামী তাকে আবারো নির্যাতন করে হত্যা করেছে বলে খবর পাওয়া যায়।এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী কে নির্যাতন করে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট এলে আসলেই নির্যাতনের বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply