
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ সাড়ে ৪ সেন্টিমিটারের নিচে ফাঁস বিশিষ্ট প্রায় ২ লক্ষ টাকার চায়না রিং জাল জব্দসহ আগুনে পুরিয়ে ধংস করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম হাবিবুল হাসান ও মৎস্য অফিসার মহিদুল ইসলাম গোপন সংবাদের ভিক্তিতে তুলশী গঙ্গা নদীর শ্রীকৃষ্টপুর নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ দুইদিন অভিযান চালিয়ে ১ শত ৯০ মিটার চায়না রিং জাল জব্দ করেন।
অপরদিকে উপজেলার আক্কেলপুর কলেজ বাজার, বটতলি বাজার, আমির বাজার, অনন্তপুর তিন মাথারমোড় থেকে ৪ হাজার ১ শত মিটার কারেন্ট জাল, ১ শত ৬ মিটার কাঠি জাল, ১ শ১৮ মিটার মশারি জাল, জব্দ করে উপজেলা চত্বরে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধংস করে ফেলা হয়।
এসময় জাল মালিক বগুড়া জেলার দুপঁচাচিয়া উপজেলার মর্তৃজাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আনসার আলী (৪৫) কে ৫ শত টাকা জরিমানা করেন ছেড়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান।
উপজেলা মৎস্য অফিসার জানান, বাংলাদেশ সরকারের মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে সাড়ে ৪ সেন্টিমিটার নিচে ফাঁস বিশিষ্ট সকল প্রকার জাল নিষিদ্ধ করা হয়েছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, “মাছের পোনা দেশের সোনা”দেশের মানুষের এই আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি পূরনে সরকারের সিদ্ধান্তকে সামনে রেখে সকল প্রকার অবৈধ ভাবে প্রকৃতিক জলাশয়ে মৎস্য পোনা ধরতে নিষেধ করা হয়েছে।যদি কেউ এ আইন অমান্য করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply