নিরেন দাস,জয়পুরহাটঃ-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে প্রাচীন আমল থেকে প্রতি বছর ফাল্গুন মাসে ধর্মপ্রাণ মসল্লীরা পালন করে থাকে পবিত্র কালাইকুড়ি ওরশ মোবারক। যেখানে সমাগম ঘটে দূর দূরান্তে থেকে আশা হাজার ভক্তদের। প্রাচীন আমল থেকে প্রচলিত কালাইকুড়ি পবিত্র ওরশ মোবারকের বিষয়টি জেলার অনেকের কাছে এখনো অজানা থাকার বিষয়টি জানতে পেরে আসছে আগামী আসন্ন গোপীনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি আওয়ামীলীগের অন্যতম সদস্য আল একরাম হোসেন রুবেল পবিত্র ওরশ মোবারকের বিষয়টি জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার সাংবাদিককে অবগত করেন।
তার তথ্য মতে গোপীনাথপুর কালাইকুড়ি পবিত্র ওরশ মোবারকে দিয়ে দেখা যায় হাজার হাজার ভক্তরা পবিত্র তোবারক গ্রহণ করার জন্য একটি ময়দান ভীর করছেন যা স্বচক্ষে না দেখতে বিশ্বাস করার মতো নয়।
ঘটনাস্থলে অসংখ্য ভক্তদের কাছে জানা যায়, প্রাচীন আমলে কালাইকুড়ি পীর সাহেব ইসলাম ধর্ম প্রচাররের জন্য এসে সেখানে একটি আস্তানা করেন যা এখন পবিত্র মাজারে পরিণত হয়েছে। মহান আল্লাহতালার ইশারাই প্রবেশ কৃত কালাইকুড়ি পীর সাবেক কে শরণ করে হাজার হাজার বছর ধরে ফাল্গুন মাসে এ পবিত্র ওরশ পালন করে থাকে এখানকার স্থানীয় ধর্মপ্রাণ মসল্লীরা।
পবিত্র ওরশ মোবারকের সার্বিক তত্ত্বাবধারক,তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যানের সুযোগ্য পুত্র আসন্ন গোপীনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আল একরাম হোসেন রুবেল জাতীয় দৈনিক সূর্যোদয় কে বলেন, আমি আসন্ন গোপীনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের প্রিয় নেতা মাননীয় হুইপ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি দোয়া করে যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেন তবে আমি গোপীনাথপুর ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে আমার প্রধানমন্ত্রীকে গোপীনাথপুর ইউপি উপহার দিবো বলে তিনি আরও বলেন,করোনা কালীন সময়ে এ ইউপিতে কোন জনপ্রতিনিধি ছিলোনা যারা সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুড়ো গোপীনাথপুর বাসীর মাঝে খাদ্য, মাস্ক বিতরণ সহ প্রতিনিয়ত জীবাণু নাশক এক্সপ্রে করেছি তাই আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর সকল গোয়েন্দা সংস্থা দ্বারা জরিপ করে স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করবেন এবং আমি আওয়ামীলীগ মনোনীত হলে বিপুল ভোটে জয়লাভ করে প্রমান করে দিবো যে গোপীনাথপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..