এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাটের এসপি মোহাম্মদ সালাম কবির।
জানা গেছে, ওসি ওবায়েদের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ চাওয়া ও হয়রানির অভিযোগ এনে এসপি’র কার্যালয়ে লিখিত দিয়েছেন ওই উপজেলার তিলকপুর ইউপি মেম্বার সিরাজুল ইসলাম। মৌখিক অভিযোগ করেছেন আরো অনেকে।
এসপি সালাম কবির জানান, ওসি আবু ওবায়েদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আমলে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে পরিদর্শক (তদন্ত) সেলিম মালিক আক্কেলপুর থানার ওসির দায়িত্ব বুঝে নিয়েছেন।