
সুবীর দাস, নওগাঁ জেলা প্রতিনিধি :
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি জানিয়েছেন, খুব শিঘ্রই নওগাঁবাসীর বহুল প্রত্যাশিত আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে ল্যাবটি স্থাপনের চুড়ান্ত অনুমোদন নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব মহোদয়।
মন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনায় বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রনালয়। বেশ কয়েকদিনের নিরবচ্ছিন্ন চেষ্টার ফসল হিসেবে এটির চুড়ান্ত অনুমোদন মিলেছে। সদর হাসপাতালে এটি চালু হলে নওগাঁবাসী দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলেও জানান তিনি।
অন্যদিকে মন্ত্রী আরও জানান, আগামী দু’য়েকদিনের মধ্যেই সেন্টাল অক্সিজেন সাপ্লাই ইউনিট চালু হচ্ছে সদর হাসপাতালে। এরইমধ্যে অক্সিজেন ইউনিটের সকল যন্ত্রাংশ সদর হাসপাতাল কতৃপক্ষের কাছে পৌঁচেছে। পুরো সেটাপ পূর্ন হলে ২-১ দিনের মধ্যে সেটি উদ্বোধন করবেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এটি স্থাপন হলে করোনাকালীন সময়ে সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের প্রয়োজন মিটবে বলেও জানান মন্ত্রী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply