নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা নির্বাচন চাই। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে। এরাই সহিংসতায় আছে। কাজেই ওদের খবর আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করব। আমরা নির্বাচন চাই। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। সব ধরনের সহযোগিতা করব।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে কবির জন্মদিনে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর তিনি সাংবাদিককদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কবি নজরুলকে নিয়ে কাদের বলেন, ‘নজরুল প্রেমের, বিদ্রোহ, বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তাঁর বিচরণ। তিনি অসাম্প্রদায়িক ও মানবতার কবি। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। এখনও অনেক বাধা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা লড়াই করব। আজকে সেটাই আমাদের অঙ্গীকার।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। আমাদের আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও আমাদের আদর্শ সবকিছুর সঙ্গে নজরুল জুড়ে আছে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy