হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরু বাজারে ১৫ হাজার জাল টাকাসহ ৩ গরু ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় আঙ্গুর মিয়া নামে আটক এক গরু ব্যবসায়ীকে ছাড়তে তার চাচাতো ভাই উপজেলার গরু ব্যবসায়ী সমিতির সভাপতি ইসরাইল মিয়ার কাছে ১ লক্ষ টাকা উৎকোচ দাবী করার অভিযোগ পাওয়া গেছে। আজমিরীগঞ্জ থানার এ.এস.আই মনির এই উৎকোচ দাবী করেছেন বলে অভিযোগ উঠেছে।
জাল টাকাসহ আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার গরু ব্যবসায়ী আঙ্গুর মিয়া (৫০), একই উপজেলার গরু ব্যবসায়ীর সহযোগী টেনু মিয়া (৪২) এবং গরু ক্রেতা আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা বাছির মিয়া (৪৫)।
জানা যায় রোববার (২০ জুন) দুপুর ১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের বাছির মিয়া গরু কেনার জন্য আজমিরীগঞ্জ গরু বাজারে আসেন। এ সময় তিনি বিক্রেতা আঙ্গুর মিয়ার কাছ থেকে একটি গাভী ২৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ক্রয় করেন। এরপর ক্রেতা বাছির মিয়া ২৬ হাজার টাকা বিক্রেতা আঙ্গুর মিয়ার সহযোগী টেনু মিয়ার নিকট প্রদান করে গরু নিয়ে বাড়ির পথে রওনা দেন।
এ সময় বিক্রেতা আঙ্গুর মিয়া টাকা হাতে নিয়ে দেখেন ২৬ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকার জাল নোট রয়েছে। তখন আঙ্গুর মিয়া দ্রুত অন্যান্য ব্যবসায়ীদের নিকট জানালে অন্য ব্যবসায়ীরা ক্রেতা বাছির মিয়াকে গরু বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার
এ.এস.আই মনির গরু বাজারে এসে ক্রেতা বাছির মিয়া বিক্রেতা আঙ্গুর মিয়া ও বিক্রেতার সহযোগী টেনু মিয়াকে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন।
এদিকে থানায় নিয়ে আসার পর গরু বিক্রেতা আঙ্গুর মিয়ার চাচাতো ভাই বানিয়াচং উপজেলার গরু ব্যবসায়ী সমিতির সভাপতি ইসরাইল মিয়া থানায় গেলে আঙ্গুর মিয়াকে থানা থেকে তাদের ছাড়তে ইসরাইল মিয়ার নিকট ১ লক্ষ টাকা উৎকোচ দাবী করেন এ.এস.আই মনির।
উৎকোচের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবগত করেন ইসরাইল মিয়া। যার যথাযথ ডকুমেন্টস স্থানীয় সাংবাদিকদের কাছে রয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান- তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। উৎকোচ দাবীর বিষয়ে তিনি বলেন-আসামি ছাড়ার এখতিয়ার এ.এস.আই মনিরের নেই। যদি এ.এস.আই মনির এমন কিছু করে থাকেন তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।