ডেস্ক: ইউএস ওপেন জয় করেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। এটি তার তৃতীয় গ্রান্ড স্লাম টাইটেল। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।১-৬, ৬-৩, ৬-৩ সেটে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে নাওমি এ জয় নিশ্চিত করেন।
এবারের ইউএস ওপেনে শুধু খেলোয়াড়ি নৈপুণ্যই ণয়, বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে অবদান রাখার কারণেও আলোচনায় ছিলেন কৃষ্ণাঙ্গ এ টেনিস তারকা। 'লাজুক ও স্বল্পভাষী' হিসেবে পরিচিত নাওমি ওসাকা ইউএস ওপেনের প্রত্যেকটি ম্যাচেই মাস্ক পরেছেন যাতে নামাঙ্কিত ছিল সেইসব হতভাগ্য কৃষ্ণাঙ্গদের নাম যারা বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কিংবা বর্ণবাদী সহিংসতায় প্রাণ হারিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy