অমল ঘোষ: আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। হিন্দুদের বিশ্বাস, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
দিনটি উদযাপনে নানা আয়োজন থাকলেও করোনার কারণে এবার সারা দেশে জন্মাষ্টমীর কোনো শোভাযাত্রা বের করা হবে না। সনাতন ধর্মানুসারে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন আর শিষ্টের পালনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মানব প্রেমের অমিত বাণী প্রচার ও মানবধর্ম প্রতিষ্ঠায় এই মর্ত্যে আবির্ভূত হয়েছেন।
এ উপলক্ষে প্রতিবছরই সারাদেশে শোভাযাত্রা, পূজা-অর্চনা, কীর্তন, বাণী পাঠ, উপবাস, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয় । তবে করোনার কারণে মন্দিরে আয়োজন থাকলেও থাকছেনা কোন শোভাযাত্রার আয়োজনউ।
এবার পূজাশেষে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে ঢাকেশ্বরীসহ অনেক মন্দিরে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy