আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
আজ পঞ্চম ধাপের ৭০৮ইউপিতে নির্বাচন। তারই ধারাবাহিকতায় সাভারের ১১ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
বিভিন্ন পাড়া-মহল্লার সেজেছে নির্বাচনী আমেজে। ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দিবেন ভোটাররা। এলাকার রাস্তাঘাট সহ নানা স্থানে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো সাভার উপজেলা। সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন।
পাঁচই জানুয়ারি পঞ্চম ধাপে সাভারের ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সাভারের দুটি ইউনিয়ন বাদে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন, সংরক্ষিত পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন।
এর মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ২ জন ও সাধারণ সদস্য পদে ১০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের ১১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টি ২ জন ও স্বতন্ত্র প্রার্থীর ১৮ জন প্রতিদ্বদন্দ্বিতা করছেন।
সাভারে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লাখ ৬৭ হাজার ৬৮৯ জন ও মহিলা ভোটার-২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন।
এরই সাথে প্রবীণ ভোটারদের থেকে বেশি আগ্রহ প্রকাশ করছেন নতুন ভোটাররা। এ যেন এক আনন্দ ভরা নতুন একটি অধ্যায় নিয়ে আসছে ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নির্বাচন।
এদিকে ঢাকা জেলা পুলিশ এই নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে রয়েছেন। প্রত্যেক কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও আনন্দঘন করার জন্য যা ব্যবস্থা করা প্রয়োজন ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। টহলরত অবস্থায় নির্বাচনী এলাকায় রয়েছে বিজিবি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ৫ জানুয়ারি সাভারের ১১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এই নির্বাচনে সম্মানিত ভোটাররা নির্বিঘ্নে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ শুরু করেছেন। এছাড়া পুলিশ বাহিনীর ১৫ টি মোবাইল টিম, এপিবিএন এর ৬ টি স্ট্রাইকিং ফোর্স, পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী, ৪ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছেন। র্যাবের ৫ টি এলিট টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
এছাড়া দুই প্লাটুন অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনছার সদস্যের একটি বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচনের কার্যক্রম পরিচালনায় যে সকল সরকারি কর্মকর্তা সাংবাদিক, প্রার্থীসহ ভোটারদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy