নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter Instagram share
তিনদিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা দিনাজপুরের হাকিমপুর বাংলা হিলির স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।
Surjodoy.com
গত বুধবার (১৯ মে) বিকেল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে ৩৭ জন দেশে ফিরেছেন।
The Daily surjodoy
এসময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩ টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।
The Daily surjodoy
বাংলা হিলি স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে দৈনিক সূর্যোদয়কে বলেন, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
The Daily surjodoy
এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। বুধবার প্রথম দিনে বিকেল ৫টা পর্যন্ত ভারত থেকে ৩৭ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এছাড়াও ৫৫ জন আসার অপেক্ষায় রয়েছেন বলেও তিনিও জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy