নিতিশ চন্দ্র বর্মন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব, দুস্থ ও অসহায় পাঁচ শত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার আয়োজন ও অর্থায়নে আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পাঁচ শতাধিক শীতার্তদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করেন।
রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে হত দরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত হতে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আঃলীগ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সহসম্পাদক আবু জাহেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মামুন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও অসচ্ছলতা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কদিন ধরে তাপমাত্রা ১১/১২ ডিগ্রিতে উঠানামা করছে। জানুয়ারির শেষের দিকে শীত কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে সকালে ও মাঝ রাতের দিকে শীতের কিছুটা বাড়তি প্রকোপ অনুভূত হচ্ছে। অর্থ্যাৎ হিমালয়ের কোল ঘেষে বয়ে আসা করতোয়া যেন শীতের বাড়তি আমেজ নিয়ে আসে পঞ্চগড়ের জনজীবনের উপরে। আর তাই তো এই হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থায় দিন কাটান অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। তাই সংসারের চাহিদা পূরণের পরে শীতের কাপড় কেনারও অনেকের সামর্থ থাকেনা। তাই শীতের এই সময়ে অসহায় শীতার্তদের মাঝে পঞ্চগড় জেলা ছাত্রলীগের এই উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণকে এলাকার মানুষ ইতি বাচক হিসেবে দেখছেন এলাকার মানুষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy