আবুল হাশেম ;
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার সকাল ১১ টার সময় পৌরসভা সংলগ্ন ঈদগাহ মাঠে এ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আড়ানী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহাবুবুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন তোলোয়াত ও আড়ানী সরকারী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাসের কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আড়ানী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেয়র মুক্তার আলী। এম,এম, জিয়াউল হক জুয়েল সঞ্চালীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট - বাঘার রুপকার, স্থানীয় সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।
অতিথীদের আসন গ্রহন শেষে উদ্বোধনকৃত প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, আড়ানী পৌর আ'লীগ সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব শামিম আহম্মেদ ও নওসাদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী রাম গোপাল সাহা, মফিজুর রহমান জিন্নাহ, একরামুল হক সনত বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও স্থানীয় দলীয় নেতা-কর্মী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সারা দেশের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।
এ সময় প্রধান অতিথীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পৌর সভার মেয়র মুক্তার আলী ও কাউন্সিলর বৃন্দ।
সব শেষে সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, মেয়র মুক্তার আলী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy