বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে আত্রাই থানা পুলিশ ধর্ষণ চেষ্টা মামলায় আসাদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সকাল প্রায় ৮ টার দিকে ঘন কুয়াশার মধ্যে জামগ্রামের আঞ্জুয়ারা বিবি (৪০) নামের এক বিধবা মহিলা তার বাড়ি সংলগ্ন পাকা সড়কে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আশাদুল ইসলাম (৩৮) ওই বিধবা মহিলাকে জাপটে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মহিলাটি তার হাতে থাকা ঝাটা দিয়ে আশাদুলকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। মহিলাটি স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নিটক বিচার প্রার্থী হলে তিনি বিচার না করেই বিষয়টিকে ধামাচাপা দিতে মহিলাকে চাপ প্রয়োগ করেন। এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে কর্মসৃজন প্রকল্পের কাজ থেকে অব্যাহতি দেয়ার হুমকি প্রদান করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি গত ২৩ জানুয়ারী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর থেকে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ এ ব্যাপার কার্যকর কোন ব্যবস্থা না নেয়া সংক্রান্ত সংবাদ গত কয়েকদিন থেকে দৈনিক করতোয়াসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। অবশেষে মহিলাটির অভিযাগ মামলা হিসেবে রেকর্ড করে গত সোমবার দিবাগত রাতে আসাদুলকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই ফিরোজ আহম্মদ বলেন, মামলা রেকর্ডের পর মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসাদুলকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy