আব্দুল মজিদ মল্লক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির
সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
তিনি আরও বলেন,গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সংবাদপত্র ও সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক,দৈনিক করতোয়া আত্রাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ খাঁন,দৈকিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু, দৈনিক যাযযায় দিন পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি প্রভাষক রুহুল আমিনসহ উত্তাল মাহমুদ,আবুহেনা মোস্তফা কামাল,কাজী রহমান,শামসুজ্জামান সেন্টু,আঃ জব্বার,এমরান মাহমুদ প্রত্যয়,ফরহাদ রকি প্রমুখ। পরে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা কর্মরত সাংবাদিকদের মাঝে এমপি হেলাল তার পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy