কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছে গোডাউন মালিক চৌধুরী মাসুদ রানা ।
পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা বলেন, শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে,আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।কিন্তু আমার গুদামে রাখা অনেক পাটপুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাসুদ রানা।
উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।