আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে ব্যপক জল্পনা কল্পনা।
নিহত গৃহবধূর উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত চঞ্চল সরকারের মেয়ে নাম লাবণী রাণী (২৬)। পারিবারিক সুত্রে জানা যায় প্রায় ০৪ বছর পূর্বে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় একই গ্রামের মৃত অসীম সরকারের ছেলে, অমৃত সরকার অপুর (৩০) সাথে। বিয়ের এক বছরের মাথায় তাদের ঘর আলোকিত করে জন্ম হয় ফুটফুটে কন্যা সন্তানের।প্রতিবেশীরা বলেন, বিবাহের পর থেকে বেশ ভালোই চলছিলো তাদের সংসার জীবন। তবে গত কিছুদিন যাবৎ নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কোলাহল লেগেই থাকতো। মঙ্গলবার রাতের বেলায় গৃহবধূকে প্রচণ্ড মারধোর করেছে শাশুড়ী আর স্বামী মিলে।তারপর আমরা বুধবার সকালে জানতে পারি ওই গৃহবধূ গলায় শাড়ীর আঁচল পেচিয়ে আত্মহত্যা করেছে। আমরা কেউ প্রথমে এ মৃত্যুর কথাটি শুনে বিশ্বাস করতে পারিনি। কারণ গৃহবধূটি ছিলো অনেক শান্ত-সৃষ্ট প্রকৃতির।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,গতকাল বুধবার সকাল সারে ৮ টার দিকে আমাদের কাছে খবর আসে গৃহবধূর আত্মহত্যা করেছে।খবর পেয়ে সাথে সাথে থানা থেকে পুলিশ সদস্যরা ছুঁটে যান ঘটনাস্থলে।ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে আসেন থানায়।মৃত্যুটি রহস্যজনক হওয়ায় আমরা নিহতের স্বামী অমৃত সরকার ও শাশুড়ী সরস্বতীকে রাণীকে জিজ্ঞসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।সেই সাথে আমরা লাশটি তাৎক্ষণিক মর্গে পাঠিয়েছি, সেখান থেকে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝতে পারবো এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কোন মামলা দায়ের করেছে কিনা? জানতে চাইলে তিনি বলেন,এখনো মামলা দায়ের করেননি তবে প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy