প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ৬:৫০ পি.এম
আত্রাইয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভারতীয় আগ্রাসন,আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত করা এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সাধারণ ছাত্র ও জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এ সময় তারা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।পরে স্টেশন চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান মেহেদী, রাকিব শুভ, নাহিদ তৌকি, তারেক সম্রাট,আরিফ আহমেদ,আব্দুর রউফ রিফাত প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy