1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬.০৬ পিএম
  • ৩০৩ বার পঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনার জন্য। চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষণা হলেও এইচএসসি পরিক্ষার মধ্য দিয়ে নির্বাচনী সময়সূচির পরিবর্তন হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান পার্থীরা মাঠে নেমে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এখন উপজেলা জুড়ে বইছে ভোটের হাওয়া। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র পার্থীরাও।
নওগাঁর আত্রাই উপজেলা মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত । কৃষি নির্ভর এ অঞ্চলে গুরুত্ব বাড়িয়েছে নবনির্মিত আত্রাই সেতু। ২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এ উপজেলা ৮টি ইউনিয়ন গঠিত। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শত ২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪ শত ১ জন।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১নং শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (স্বতন্ত্র), সাজেদুর রহমান (স্বতন্ত্র), এসএম মোয়াজ্জেম (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), আলা উদ্দিন (স্বতন্ত্র), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (স্বতন্ত্র), মোছা: রহিমা (স্বতন্ত্র)।
২নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (স্বতন্ত্র), মঞ্জুরুল আলম মোল্লা (স্বতন্ত্র), বাবলু আকন্দ (স্বতন্ত্র)।
৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), সহিদুল ইসলাম (স্বতন্ত্র), শেখ মো. মঞ্জুরুল আলম (স্বতন্ত্র), সোহরাব মোল্লা (হাতপাখা)।
৪ নং পাঁচুপুর ইউনিয়নে, আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (স্বতন্ত্র), নিয়ামত আলী বাবু (স্বতন্ত্র), আল মুক্তার (স্বতন্ত্র), আব্দুল মুমিন (স্বতন্ত্র), সখিমুদ্দিন প্রামানিক (স্বতন্ত্র), ময়েন উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।
৫ নং বিশা ইউনিয়নে, মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), আসাদুজ্জামান আসাদ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ইসমাইল হোসেন (স্বতন্ত্র), আব্দুল জব্বার (স্বতন্ত্র)।
৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), স¤্রাট হোসেন (স্বতন্ত্র), আল্লামা শের-ই বিপ্লব (স্বতন্ত্র), মাসুম রানা (স্বতন্ত্র), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা), আব্দুর রাজ্জাক মন্ডল (স্বতন্ত্র)।
৭নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (স্বতন্ত্র), আলম সরদার (স্বতন্ত্র), আব্দুল হাকিম সরদার (স্বতন্ত্র), সানোয়ার হোসেন (স্বতন্ত্র)।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (স্বতন্ত্র), এলতাছ উদ্দিন সরকার (স্বতন্ত্র), সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আকরাম হোসেন সরদার (স্বতন্ত্র), আফজাল হোসেন (স্বতন্ত্র), আব্দুস শুকুর সরদার (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।
চেয়ারম্যান ও মেম্বার পার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন নিজ নিজ ইউনিয়নের গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ খবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সাথে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।
উপজেলার সচেতন মহল মনেকরছেন, প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews