কাজী আনিছুর রহমান,রানীনগর (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর স¤প্রীতি এই স্লোগানে আত্রাই থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় আত্রাই থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশিং ডে উপলক্ষে থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি র্যালী বের করেন। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা বিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মোল্লা, শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, আত্রাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক কাজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, আত্রাই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। এবং সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচনকে ঘিরে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy