আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে শ্রমিকদের মাঝে শুকনো এবং পানীয় খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাঠে মাঠে ঘুরে বোরো ধান কাটা এক’শ শ্রমিকের মাঝে থানা পুলিশের পক্ষ থেকে এ খাদ্য বিতরণ করেন ওসি আবুল কালাম আজাদ। এসময় আত্রাই থানা পুলিশের এস’আই মামুন হোসেন, মঞ্জুরুল আলম-সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারির মধ্যে কৃষক যেনো তাদের ধান কেটে সাচ্ছন্দে ঘরে তুলতে পারেন শ্রমিক সংকট না হয় সে জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন জেলা হতে আগত শ্রমিকেরা সর্বত্র লকডাউনে দোকান বন্ধ থাকায় ইচ্ছে করলে খাদ্যসামগ্রী কিনে খেতে পারছেন না। যে কারনে থানা পুলিশের পক্ষ থেকে শুকনো এবং পানীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply