কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ইমদাদুল হক জনি (৫০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজীর মামলা আছে। দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। সংবাদ সম্মেলেনে গ্রেফতারকৃত ইমদাদুল হক জনিকে হাজির করা হয়।পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী জনি সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহীনি গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজী করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আত্রাই বিহারীপুর রেলওয়ে ব্রীজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি’র লিফলেট, মোবাইল ফোনসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে রিমান্ড আবেদন করবে জানায় পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy