আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বর্তমান অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার ২৬ মে এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দশ জনের গ্রুপে জনপ্রতি আউশ ধান বীজ-৫ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন, কেরামত আলী প্রমুখ । এবার উপজেলায় সাত’শ কৃষক প্রণোদনার সার ও বীজ পাবে বলে কৃষি অফিসার জানান।
Leave a Reply