প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২২, ১২:১৮ এ.এম
আত্রাই-রাণীনগরে তিন সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনজন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন নিজ নিজ উপজেলায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন,কৃষকদের নিকট ন্যায্য দামের চাইতে বেশি দামে সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার জাত আমরুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই বাজারের মেসার্স সুমি ইন্টারপ্রাইজের মালিক সার ডিলার সাইফুল ইসলামকে ৫০ হাজার এবং একই বাজারের সার ডিলার মেসার্স নজরুল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে সার ডিলার সুধির কুমার রায়কে কৃষি বিপনন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy