আতিকুর হাসান সজীব আদমদীঘি প্রতিনিধি
বগুড়া আদমদীঘি সান্তাহার শহরের পূর্ব-পশ্চিমে একই সূত্রে বেঁধেছে দুটি রেলগেট। রেল চলাচলের সময় বন্ধ থাকে এই দুটি রেলগেট। তখন সড়কে আটকে পড়ে থাকে বিভিন্ন যানবাহন ও পথচারীরা। এর মধ্যে ২ নং রেলগেটের পাশে অবস্থিত একটি বিদ্যুৎ/ টেলিফোনের খুঁটি।
যা গত কয়েক মাস যাবত বিপদ জনক ভাবে সড়কের উপর হেলে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা হতে পারে প্রাণনাশের। সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় ২ নং রেলগেটর পাশে এই বিদ্যুৎ / টেলিফোনের খুঁটি দীর্ঘদিন ধরে এভাবে ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ে আছে।
সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও সান্তাহার রেলওেয়ের পিডাব্লিউডি কর্তৃপক্ষ প্রতিটি মেরামত বা সরানোর ব্যবস্থা গ্রহণ করেননি। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশের পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এ নিয়ে এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারনে হেলে পড়া ঝুঁকিপূর্ণ খুঁটিটি দীর্ঘ কয়েক মাসেও মেরামত অথবা সরিয়ে নেওয়া হচ্ছে না। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার অসুস্থ থাকায় চলতি দায়িত্ব পালনকারী কর্মকর্তা মেজবাউল ইসলাম বলেন বিদ্যুতের খুঁটি রেলের সম্পত্তির উপর কিন্তুু এর সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সান্তাহার পৌরসভা ও স্থানীয় নেস্কো সান্তাহার প্রকৌশলী ও বিতরণ বিভাগের।
এক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষের করার কিছু নেই। এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন জনগণের নাগরিক সুবিধার প্রতিবন্ধকতাযর হয় এমন কিছু পৌর এলাকায় থাকলে তাহা আমি দেখবো এবং অন্য কোন সেবা সংস্থার হয় তাহা সংশ্লিষ্ট বিভাগ সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে সান্তাহার নেস্কো প্রকৌশলী রোকজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy