নাহিদ পোরশা(নওগাঁ) প্রতিনিধি:
বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” মুলমন্ত্রকে সামনে রেখে ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নওগাঁ ব্যাটালিয়ন এর আয়োজনে সাপাহারের আদাতলায় বৃক্ষরোপন অভিযান করা হয়েছে। বনবিভাগের সমন্বয়ে ১৬ বিজিবি নওগাঁ এর অধিনায়ক কর্নেল আসাদুজ্জামান পিএসসি, জি’র তত্বাবধানে ও নেতৃত্বে নওগাঁ জেলায় ৩ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসাবে সোমবার সকালে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়।
অধিনায়ক কর্নেল আসাদুজ্জামান পিএসসি,জি জানান, জেলার ৬টি উপজেলা পোরশা, সাপাহার, আত্রাই, রানিনগর, মান্দা ও নওগাঁ সদর এবং চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় পুনর্ভবা নদির ভাঙ্গন রোধে সীমান্তবর্তী ১১১ কিলোমিটার নদির বাঁধ সংলগ্ন স্থানে ১ লক্ষ ৫০হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের পরিকল্পনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় তারা এই বৃক্ষ রোপন করছেন বলে তিনি জানান। এসময় বিভিসন ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আসলাম, ১৬ বিজিবি আদাতলা কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম, বামনপাড়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আইয়ুব আলী, সুন্দারাইল কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ইয়ারুল ইসলাম, পাতাড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্য আল আমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy