কুষ্টিয়ায় বেতনের দাবিতে মারধর করায় জজকোর্ট আদালত প্রাঙ্গণে টয়লেটের আবর্জনা ঢেলে বিক্ষোভ করেছেন হরিজনরা। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা ঘটে।
হরিজনরা বিক্ষোভে বলেন, অগ্রাধিকার থাকা সত্ত্বেও এ প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানে দেড় বছর ধরে বেতন না পেয়ে শিশুসন্তানদের নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। দোকানগুলোতে বাকি বেড়ে যাওয়ায় তাদের আর বাকি দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন হরিজনরা। তাই তাদের অতি দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান হরিজনরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy