নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ১ জুয়াড়ি আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) সকালে দৈনিক সূর্যোদয়কে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
আটকৃত- উপজেলার ৪নং সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস মৌজাস্থ গ্রামের মৃত অনন্ত কুমারের ছেলে রঞ্জিত (৪৫)।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, রঞ্জিতের বসত বাড়ীর উত্তর পাশে অনুমান ৫০ গজ দুরে জামালের শসা ক্ষেতের মধ্যে জুয়া খেলা অবস্থায় খেলার সরঞ্জামাদিসহ রজ্ঞিতকে করা হয়। পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।